kalerkantho


বগুড়ায় কাটা গাছের চাপায় বাবার মৃত্যু, ছেলে আহত

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১৬:৫৩বগুড়ায় কাটা গাছের চাপায় বাবার মৃত্যু, ছেলে আহত

বাবা-ছেলে মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলটি যখন বগুড়ার ধুনট-জোড়শিমুল পাকা রাস্তার চিকাশি তিনমাথা এলাকায় তখন আচমকা একটি কাটা গাছ এসে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আলতাব আলী। আহত হন ছেলে ডাবলু মিয়া। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাব আলী ধুনট পৌর এলাকার উত্তর অফিসার পাড়ার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ধুনট বাজারের ব্যাটারি ব্যবসায়ী আলতাব আলী ও তাঁর ছেলে মোটরসাইকেলে করে ধুনট উপজেলার হটিয়ারপাড়া আত্মীয়ের বাড়ি থেকে ধুনট পৌর শহরে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় পথের পাশে নিজের লাগানো ​ইউক্যালিপটাস গাছ কাটছিলেন চিকাশি গ্রামের বুলবুল নামের এক ব্যক্তি। অসাবধানতাবশত ওই কাটা গাছটি আলতাব আলীর চলন্ত

মোটরসাইকেলের ওপর পড়ে। এতে মাথায় আঘাত লেগে আলতাব আলী ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন ডাবলু মিয়া। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় আলতাব আলীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন এবং তাঁর ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেয়।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরনাহার পারভিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মাথায় প্রচুর রক্তক্ষরণের ফলে আলতাব আলীর মৃত্যু হয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি।

এ ব্যাপারে ধুনট থানার ওসি মিজুানুর রহমান জানান, ঘটনার পরপরই বুলবুল পালিয়ে গেছে। কিন্তু গাছ কাটায় জড়িত থাকার অভিযোগে বুলবুলের বোনের স্বামী তুহিনকে আটক করা হয়েছে।


মন্তব্য