kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


পার্বতীপুরে ঝড়ে লণ্ডভণ্ড কাঁচা ঘরবাড়ি

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১ এপ্রিল, ২০১৬ ১৬:৩৮পার্বতীপুরে ঝড়ে লণ্ডভণ্ড কাঁচা ঘরবাড়ি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া চৈত্রের ঝড়ে বিভিন্ন এলাকায় কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। একই সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আম, লিচু ও ভূট্টা ক্ষেতের।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত স্থায়ী ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্তরা জানায়, রাত সাড়ে ১০টায় হঠাৎ ঝড় শুরু হলে কাঁচা ঘরবাড়ি টিনের চালা উড়ে যায়, ভেঙে পড়ে আম ও লিচু গাছের ডালপালা। ঝড়ে শুয়ে পড়ে ভুট্টা ক্ষেত। ঝড় থেমে যাওয়ার সাথে সাথে বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। এতে শিলা বৃষ্টির আঘাতে আম ও লিচুর কলি ফেটে গিয়ে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়।

মোমিনপুর ইউনিয়নের ইন্দ্রপুর এলাকার আম ও লিছু বাগানের মালিক আসলাম হোসেন জানান, তাঁর দুই একর এলাকাজুড়ে আমের বাগান রয়েছে। অধিকাংশ আমের মুকুল ঝরে গেছে। একইভাবে তার লিচু বাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির বলেন, "ঝড়ে আম, লিচু, ভুট্টা এবং গম ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি। '' 

 


মন্তব্য