kalerkantho


খুলনায় বাসচাপায় কিশোরের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১৬:০৭খুলনায় বাসচাপায় কিশোরের মৃত্যু

খুলনা নগরীতে বাসচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে খুলনা-যশোর মহাসড়কের মানিকতলা মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান দৌলতপুর থানার ওসি মারুফ আহম্মদ। নিহত তৌকির আহমেদ (১৪) স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র বলে এলাকাবাসীর তথ্য।

এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তৌকিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।


মন্তব্য