kalerkantho


বরিশালে ঝড়ে নৌকাডুবি, পান ব্যবসায়ী নিখোঁজ

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১৩:৪৯বরিশালে ঝড়ে নৌকাডুবি, পান ব্যবসায়ী নিখোঁজ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী অড়িয়ালখাঁ নদে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফজর আলী সিকদার নামে এক পান ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল বাজারের হাটের দিন আজ। সদর উপজেলার বন্দর থানার পান ব্যবসায়ী ফজর আলীসহ আরও তিনজন নৌকায় করে হাটে আসছিলেন। এ সময় ঝড় শুরু হলে নৌকাটি উল্টে যায়। দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও ফজর আলী নিখোঁজ হন।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস বরিশাল নৌ স্টেশনের অফিসার আ. করিম জানান, নিখোঁজ ফজর আলীকে উদ্ধারের চেষ্টা চলছে।


মন্তব্য