রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ডিজিটাল পদ্ধতিতে পর্নোগ্রাফি বিপণনকালে ১১ জনকে আটক করেছে র্যাব-২। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত র্যাব-২-এর একটি দল কারওয়ান বাজারের ২ নম্বর সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করে। এ সময় ১৫টি মনিটর, সিপিইউ ১৩টি, ল্যাপটপ ২টি ও অন্যান্য ২৫০টি কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়।
আটককৃতরা হলেন : মো. সাখাওয়াত হোসেন (২৪), মো. শাওন (২৩), মো. মামুন (১৮), মো. শাহিন, (২০), মো. ইমরান হোসেন (২৫), মো. আরিফুল ইসলাম (২৫), মো. সুমন মিয়া (২২), মো. শামীম (১৮), মো. মোবরক (২৫), মো. বাবুল মিয়া (২৬) ও মো. জুয়েল (১৮)।
র্যাব-২-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইয়াছির আরাফাত বলেন, পর্নোগ্রাফি বিস্তারের সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। ওই কাজে ব্যবহৃত প্রায় ৫ লাখ টাকা মূল্যের কম্পিউটার সামগ্রী জব্দ করা হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের