kalerkantho


শ্রীবরদীতে বিক্ষুব্ধ জনতার ইট-পাটকেল নিক্ষেপে ইউএনও আহত

শেরপুর প্রতিনিধি    

৩১ মার্চ, ২০১৬ ২২:১৭শ্রীবরদীতে বিক্ষুব্ধ জনতার ইট-পাটকেল নিক্ষেপে ইউএনও আহত

শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমিনের গাড়ীতে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে। এসময় বিক্ষুব্ধ জনতার আক্রমনে তিনি আহত হয়েছেন। ৩১ মার্চ বৃহস্পতিবার সোয়া ৮টার দিকে কালিাকূড়া ইউনিয়নের খামারপাড়া এলাকা থেকে নির্বাচনী কর্মকর্তাদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার কওে আনার পথে এ ঘটনা ঘটে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট গননার পর কাকিলাকড়া ইউনিয়নের খামারপাড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে স্থানীয় জনতা অবরুদ্ধ করে রাখে। এ খবর পেয়ে ইউএনও হাবিবা শারমিন স্ট্রাইকিং ফোর্স নিয়ে তাঁকে উদ্ধার করতে যান। এসময় স্থানীয় জনতা কেন্দ্রের ফলাফল ঘোষনার দাবী জানান। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এতে তিনি রাজী  হননি। এসময় বিক্ষুব্ধ জনতা তাঁর গাড়ীতে হামলা চালালে তিনি আহত হন। পরে অতিরিক্ত ফোর্স গিয়ে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  ইউএনও হাবিবার ওপর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য