kalerkantho


ফুলবাড়ীতে আওয়ামী লীগ ৫ ও বিএনপি ১টিতে বিজয়ী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

৩১ মার্চ, ২০১৬ ২১:৩৬ফুলবাড়ীতে  আওয়ামী লীগ ৫ ও বিএনপি ১টিতে বিজয়ী

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ ইউনিয়নের সবকয়টিতে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে ৭ ইউনিয়নের (রাত সাড়ে ৮টায়) সবগুলোর ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, ৫ টিতে, ১টিতে বিএনপি ও অন্যটিতে আ'লীগ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন- উপজেলার ১নং এলুবাড়ী ইউনিয়নে বিএনপির মাওলানা রবিউল ইসলাম (ধানের শীষ), ২নং আলাদী ইউনিয়নে আওয়ামী লীগের মোজাফফর হোসেন সরকার (নৌকা), ৩নং বেদদিঘী ইউনিয়নে আঃ কুদ্দুস (নৌকা), ৪নং কাজীয়াল ইউনিয়নে মানিক রতন (নৌকা), ৫নং খয়েরবাড়ী ইউনিয়নে আবু তাহের মন্ডল (নৌকা), ৬নং দৌলতপুর ইউনিয়নে আঃ আজিজ মন্ডল (নৌকা) ও ৭নং শিবনগর ইউনিয়নে আ,লীগের বিদ্রোহী প্রার্থী মামুনুর রহমান চৌধুরী (মোটরসাইকেল)।


মন্তব্য