kalerkantho


রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি    

৩১ মার্চ, ২০১৬ ১৫:৩৪রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেক লীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক আলী মুর্তজা বাবু, মেহেদী হাসান ফয়সাল ও মো. সায়েম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে ইউনিয়নগুলোতে দলীয় কার্যক্রম নেই। কমিটি বিলুপ্তের মাধ্যমে তৃনমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টি হবে।

উপজেলা কমিটির আহ্বায়ক সোহেল রানা বলেন, "মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় উপজেলার ১০টি ইউনিয়নেরই কমিটি বিলুপ্ত করা হয়। দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

 


মন্তব্য