kalerkantho


কেরানীগঞ্জে ভোটকেন্দ্রে হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ২

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০১৬ ১১:৪০কেরানীগঞ্জে ভোটকেন্দ্রে হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ২

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তের হামলা ও গুলিতে শাহিদুল ইসলাম সুভ (১০) নামের ১ শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন। নিহত শাহিদুল ইসলাম ওই এলাকার ঢালিকান্দি গ্রামের আলাল মোল্যার ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০ দিকে ২০ থেকে ৩০ জন অস্ত্রধারীরা কেন্দ্রে হামলা চালায়। একজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছিল। হঠাৎ ১০টার দিকে দুর্বৃত্তরা কেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে।

এতে স্থানীয় আলাল মোল্লার এক শিশু পূত্রসহ মোট তিনজন গুলিবিদ্ধ হয়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশু শাহিদুল ইসলামকে স্থানীয় মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়। বাকি আহতরা এলাকার বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।

গোলাগুলির পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়। এ সময় সন্ত্রসীরা পালিয়ে যায়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তাৎক্ষণিকভাবে ভোটাররা আতঙ্কে ভোটকেন্দ্র ছেড়ে চলে যায়। এখন ঘটনাস্থলে অর্ধশতাধিক পুলিশ-বিজিবি ও র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে।

 


মন্তব্য