kalerkantho


কুষ্টিয়ায় এক কেন্দ্রে সংঘর্ষের পর ভোট স্থগিত

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০১৬ ১০:০৫কুষ্টিয়ায় এক কেন্দ্রে সংঘর্ষের পর ভোট স্থগিত

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়ায় ভোট গ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টা পার হতে না হতে ভোট স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
 
জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে ওই কেন্দ্রে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রিসাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন ভোট গ্রহণ স্থগিত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

 


মন্তব্য