kalerkantho


ঝিনাইদহে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০১৬ ০৯:১০ঝিনাইদহে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

ঝিনাইদহের ছয় উপজেলায় বুধবার রাতে ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে কয়েক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে আহত হয়েছে অন্তত ২৫ জন। জেলা হরিণাকুন্ডু উপজেলার কামারখালি, ভেড়াখালী, বাকচুয়া, ভায়না জোড়াদহসহ বিভিন্ন গ্রামে পাঁচ হাজারেরও বেশি পান বরজ দুমড়ে-মুচড়ে গেছে। এ তথ্য জানিয়েছেন জোড়াদহ গ্রামের সাবেক মেম্বার সেলিম হোসেন। ঝিনাইদহ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান, কলা, ভুট্রা ও আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত কাচা ঘরবাড়ি নষ্ট হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, শহরে বিদ্যুৎ চালু করা গেলেও গ্রামাঞ্চলে এখনো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বড় বড় গাছ লাইনের ওপর ভেঙে পড়েছে। এতে বুধবার মধ্যরাত পর্যন্ত জেলার চারটি রুটে বাস চলাচল বন্ধ ছিল। ঝিনাইদহ কৃষি অধিদপ্তরের উপপরিচালক আকরামুল হক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।

 


মন্তব্য