kalerkantho


যশোরে বোমা বিস্ফোরণে আহতদের মধ্যে দুজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৩১ মার্চ, ২০১৬ ০৮:৪০যশোরে বোমা বিস্ফোরণে আহতদের মধ্যে দুজনের মৃত্যু

যশোর সদর উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে আহত দুজনের মৃত্যৃ হয়েছে। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন সবুজ (২৮) ও ইবাদুলের (৩৬) মৃত্যু হয়। নিহত সবুজ যশোর সদর উপজেলার কাঠামারা গ্রামের আনার উদ্দিনের ছেলে ও ইবাদুল ইসলামের বাবার নাম রমজান আলী।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা এলাকায় বোমা তৈরির সময় পাঁচজন আহত হন। পরে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সবুজ ও ইবাদুলের মৃত্যু হয়।

আর আহত আন্দোলপোতা গ্রামের বাদশা মোল্যার ছেলে গোলাম মোস্তফা (৩০) ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন (২০) এবং রাকির হোসেনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

 


মন্তব্য