kalerkantho


নোয়াখালীতে খেলার মাঠে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০১৬ ২১:৫৩নোয়াখালীতে খেলার মাঠে যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় খেলার মাঠে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার চাঁনকাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বেগমগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জালাল আহম্মেদ।

নিহত নিপু (১৮) ওই গ্রামের শহরম বাড়ির আলমের ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন বলে জানান এসআই।

এ বিষয়ে নিপুর মা নূর জাহান বলেন, আজ বুধবার বিকালে স্থানীয় খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে খেলা দেখতে যায় নিপু। সেখানে ১০/১২ জন সন্ত্রাসী তাকে পিটিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ ব্যাপারে এসআই জালাল আহম্মেদ বলেন, নিপু কিছুদিন আগে বিএনপি থেকে যুবলীগে যোগ দেয়। বিষয়টি বিএনপি ও শিবিরের স্থানীয় নেতাকর্মীরা মেনে নিতে পারেনি। এর জের ধরে বুধবার সন্ধ্যায় এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।


মন্তব্য