kalerkantho


বাঘারচরে মানসিক প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি    

৩০ মার্চ, ২০১৬ ২১:৪২বাঘারচরে মানসিক প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণ

জামালপুর জেলার সীমান্তঘেষা বাঘারচর বাজারে এক মানসিক প্রতিবন্ধী  যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। পাঁচ বখাটে মিলে এ  ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বাঘারচর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে প্রকাশ্যে অনুষ্ঠিত এক সালিসি বৈঠকে বখাটেদের জুতাপেটা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সংঘবদ্ধ ধর্ষণের পর আজ বুধবার সকালে অসংখ্য মানুষের উপস্থিতিতে ওই সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়।

বাঘারচর গ্রামের ইউপি মেম্বার রাইসুল ইসলাম রোমানের সভাপতিত্বে ওই বৈঠকে বখাটে নজরুল ইসলাম (২৭), আতিবর রহমান (৩৩), মজনু মিয়া (২৬), ইউনুস আলী (৩২), ছাইদুর (৩৫) ধর্ষণের কথা স্বীকার করে। এ সময় তাদের তিরস্কার করে জুতাপেটা করা হয়। সংশ্লিষ্ট বাঘারচর এলাকার ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ ফটিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বখাটেদের শাস্তি দে‌ওয়া হয়েছে।

বাঘারচর বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, প্রায় ২৫ বছর বয়সী ওই মানসিক প্রতিবন্ধী যুবতীর বাড়ি কোথায়- তা কেউ জানে না। সে কথা বলতে না পারায় জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায়ও কোনো অভিযোগ দেওয়া হয়নি। ওই বখাটেদের বাড়ি বাঘারচর গ্রামে।
সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেকান্দার আলী বলেন, "এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে আমিও শুনেছি বিষয়টি।"

 


মন্তব্য