kalerkantho


অবশেষে রায়পুরে যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

লক্ষ্মীপুর প্রতিনিধি   

৩০ মার্চ, ২০১৬ ১৯:৩৭অবশেষে রায়পুরে যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন

টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় বিলুপ্ত করার প্রায় দুই বছর পর অবশেষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ বুধবার দুপুরে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। এতে মঞ্জুর হোসেন সুমনকে আহ্বায়ক, ইউসুফ আজম সিদ্দিকী ও আবু সাইদ চৌধুরী শাকিলকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২১ জানুয়ারি রায়পুর উপজেলা প্রকৌশল (এলজিইডি) কার্যালয় থেকে যুবলীগের কতিপয় নেতাকর্মীরা টেন্ডার বাক্স ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় উপজেলা ও যুবলীগের কমিটি বিলুপ্ত ও তিন নেতাকে বহিস্কার করে জেলা যুবলীগ।
 


মন্তব্য