kalerkantho

বুধবার । ১৮ জানুয়ারি ২০১৭ । ৫ মাঘ ১৪২৩। ১৯ রবিউস সানি ১৪৩৮।


হবিগঞ্জে পুকুরে পড়ে ৩ শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৩০ মার্চ, ২০১৬ ১৪:১৪হবিগঞ্জে পুকুরে পড়ে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলায় একটি পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ধল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- জাহাত মিয়ার ছেলে জীবন (৫), আমির মিয়ার মেয়ে হিফজো (৪) ও আওলাদ মিয়ার মেয়ে রুমা (৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস জানান, গ্রামের মসজিদের পাশে পুকুর পাড়ে তিন শিশু খেলাধুলা করছিল। এর কোনো এক সময় তারা পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখা যায়। এ বিষয়ে সদর থানায় অবহিত করা হয়েছে।

 


মন্তব্য