kalerkantho


তনু হত্যাকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডির টিম

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২৯ মার্চ, ২০১৬ ১৯:০৩তনু হত্যাকাণ্ড : ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিআইডির টিম

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যার ঘটনা তদন্তে ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তাঁরা কুমিল্লায় পৌঁছে পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সঙ্গে কুমিল্লা পুলিশ কার্যালয়ে বৈঠক করার পর তিনিসহ ঘটনাস্থলে যান। এ সময় সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া, আবদুল্লাহ আল-মামুন, ডিবির ওসি একে এম মনজুর আলমও তাদের সাথে ঘটনাস্থলে যান।

এ ব্যাপারে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন আমরা সিআইডি আরেকটি দলের অপেক্ষায় আছি। সিআইডির ক্রাইম সিনের ভ্যান ও যন্ত্রপাতিসহ টিমটি আসছে। তারা এলে আজ মঙ্গলবার মরদেহ তোলা হতে পারে।

তিনি আরো জানান, সিআইডির এই টিমটির যথেষ্ট সক্ষমতা রয়েছে।


মন্তব্য