kalerkantho


সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে আলোচনা সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি    

২৯ মার্চ, ২০১৬ ১৮:১৪সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহে আলোচনা সভা

নীলফামারীর সৈয়দপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় লায়ন্স স্কুল অন্ড কলেজ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। 'দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে মুখ্য আলোচক ছিলেন সৈয়দপুর মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দ্বিজেন্দ্র নাথ বর্মণ।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল প্রমুখ। সভায় বক্তারা দুর্নীতির বিউদ্ধে গণসচেতনতা সৃষ্টি লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। সভায় সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ ক্ষিতীশ চন্দ্র রায়, অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।                                                

 


মন্তব্য