kalerkantho


গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২৯ মার্চ, ২০১৬ ১৪:৩৫গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদীতে বিআরটিসি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাটাজোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই মজিবুর রহমান জানান, সকাল ৬টার দিকে রংপুর থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১১-২১৮৭) বাটাজোর বাজারসংলগ্ন ডাল মিলের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক জুয়েল হাওলাদার (২৫) মারা যান। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহত পিকআপ ভ্যানচালক বাগেরহাট জেলার ফকিরহাট থানার মুলঘর গ্রামের জিন্নাত আলী হাওলাদারের ছেলে। পুলিশ বিআরটিসি বাসটি আটক করেছে তবে পালিয়ে গেছে এর চালক।

 


মন্তব্য