kalerkantho


শার্শায় বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে বাবার জেল

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৬ ১৩:২৭শার্শায় বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে বাবার জেল

শার্শা উপজেলার পল্লীতে এক কিশোরী মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে বাবা আসাদুলকে (৪১) সাত দিনের জেল দিয়েছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম এ দণ্ড দেন। দণ্ডপাপ্ত আসাদুল শার্শার সামটা গ্রামের সামসুদ্দিনের ছেলে। জানা যায়, কিছুদিন আগে আসাদুল তার কিশোরী মেয়েকে শার্শার রুদ্রপুর গ্রামের এক ছেলের সঙ্গে গোপনে বিয়ে দেন।

বিষয়টি ইউএনও সাহেবের কানে গেলে তিনি ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের কাগজপত্র পরীক্ষা করে দেখেন এটি বাল্যবিয়ে। সে সময় বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসাদুলকে সাত দিনের জেল দেওয়া হয়। বাল্যবিয়ের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করে আইনের আওতায় আনা হবে বলেও জানা যায়।

শার্শা থানা পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, বিয়ে হওয়ার পরও একবছর পর্যন্ত সময়ের মধ্যে বাল্যবিয়েতে সহযোগিতাকারী অভিযুক্তদের সাজা দেওয়ার বিধান রয়েছে। দণ্ডপ্রাপ্তকে মঙ্গলবার বিকেলে মধ্যে থানাহাজত থেকে যশোর কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

 


মন্তব্য