kalerkantho


সুরমায় নৌকাডুবিতে শ্রমিক নিহত, নিখোঁজ ১

সুনামগঞ্জ প্রতিনিধি    

২৯ মার্চ, ২০১৬ ১২:৪৮সুরমায় নৌকাডুবিতে শ্রমিক নিহত, নিখোঁজ ১

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে অতিরিক্ত পাথরবোঝাই নৌকা ডুবে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো এক  শ্রমিক। আজ মঙ্গলবার ভোরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়দের সহায়তায় নৌকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে সুনামগঞ্জ থেকে পাথরবোঝাই একটি নৌকা ভৈরবের দিকে যাচ্ছিল। রাতে ভীমখালি ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামে নৌকাটি নোঙর করে রাতযাপন করেন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী ঘটনাস্থলে এসে নৌকাটি পানিতে ডুবে থাকা অবস্থায় দেখতে পান। এরপর সকাল সাড়ে ১০টায় মো. আসাদ আলী (৩০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো মনির হোসেন নামে আরেক শ্রমিক নিখোঁজ রয়েছেন। পুলিশ স্থানীয়দের নিয়ে নিখোঁজ অন্য শ্রমিকের সন্ধান করছে।

জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, "এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আরেক শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে পুলিশ ও জনতা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।"

 

 


মন্তব্য