kalerkantho


তনু হত্যার বিচার দাবি

কাউখালীতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন, সমাবেশ

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

২৮ মার্চ, ২০১৬ ২০:১৩কাউখালীতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন, সমাবেশ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় শহরের এস,বি সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে সারদা সুন্দরী রোডে মুখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করে এস.বি. সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও অংশ নেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,  ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী লাদিবা নিরা।

এ সময় বক্তারা অবিলম্বে কলেজছাত্রী তনু হত্যাকারীদের  গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মন্তব্য