kalerkantho


তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন, মোমবাতি প্রজ্জ্বলন

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি   

২৮ মার্চ, ২০১৬ ১৭:৪১তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন, মোমবাতি প্রজ্জ্বলন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও থিয়েটারের নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও একই দাবিতে গতকাল রবিবার লাকসামে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকালে মনোহরগঞ্জ উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের আহ্বায়ক জি এম আহসান উল্লা সোহাগের সভাপতিত্বে উপজেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোখতার হোসেন সুমন, শিক্ষক বাবু সুধীর চন্দ্র, মনোহরগঞ্জ কলেজের প্রভাষক ওমর ফারুক, ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন বাবুল মেম্বার, যুবলীগ নেতা রুহুল আমিন, ছাত্রলীগ নেতা সজিবুর রহমান রাসেল, কামাল হোসেন সুমন।

এদিকে, একই দাবিতে গতকাল রবিবার রাতে কুমিল্লার লাকসাম সদর রোডে বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ডাকাতিয়া থিয়েটারের উদ্যোগে দলমত নির্বিশেষে এলাকার ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উক্ত কর্মসূচিতে জড়ো হয়ে তনুর হত্যাকারীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান।

 


মন্তব্য