kalerkantho

25th march banner

শেরপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৭:২৮শেরপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ৩

বগুড়ার শেরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শেরপুর থানার ওসি খান মো. এরফান।

নিহতদের একজন হলেন হানিফ পরিবহনের চালক নবির হোসেন। তবে অপর দুজনের পরিচয় জানা যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, আজ দুপুর পৌনে ১টার দিকে মহিপুরে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহন ও জয়পুরহাট থেকে ঢাকাগামী ছালমা এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়।
 

 


মন্তব্য