kalerkantho


সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৫:৫০সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

সুন্দরবনের নাংলি এলাকার গহীন বনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার রাতে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আসে সোমবার বেলা ১১টার দিকে। ততক্ষণে প্রায় ১ দশমিক ৬৬ একর বনের গাছপালা পুড়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. বেলায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। এ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, রবিবার রাতে জেলেদের অসতর্কতাবশত ফেলা বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকেই বনের নাংলি এলাকায় আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন লাগার পর রাতেই বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে দুর্গম পথ ও রাতের অন্ধকারে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পেরে সোমবার সকাল থেকে ফায়ার লাইন বসিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয় বন বিভাগ, ফায়ার সার্ভিস, সিপিজি ও স্থানীয়সহ দেড় শতাধিক লোকজন।

এরপর বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও বন থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুনে প্রায় ১ দশমিক ৬৬ একর বনের গাছপালা পুড়ে গেছে। বেলায়েত হোসেন আরও জানান, যেখানে আগুন লেগেছে সেখানে আগেও আগুন লাগায় বড় ধরনের কোনো গাছপালা নেই। আছে শুধু বলা, লতাপাতা ও গুল্ম জাতীয় গাছপালা।

 


মন্তব্য