kalerkantho


সীতাকুণ্ডে দুর্ঘটনার পর বিক্ষোভ, গুলিতে নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৪:৩২সীতাকুণ্ডে দুর্ঘটনার পর বিক্ষোভ, গুলিতে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপইয়ার্ডের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার শীতলপুর গামারিতলা এলাকায় কবির স্টিল নামের ওই শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। সীতাকুণ্ড থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত হওয়ার জের ধরে শ্রমিক ও স্থানীয় লোকজন বিক্ষোভ করে। এ সময় শিপইয়ার্ডের নিরাপত্তাকর্মীদের গুলিতে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়। হতাহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
 
জানা গেছে, সোমবার সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় ওই স্টিল মিলের সামনের সড়কে ট্রাকচাপায় এক শ্রমিক নিহত ও কয়েকজন আহত হন। এর প্রতিবাদে শ্রমিক ও স্থানীয় লোকজন শিপইয়ার্ডের গেটে ও মহাসড়কে বিক্ষোভ করতে থাকে। দুপুরে শিপইয়ার্ডের নিরাপত্তাকর্মীদের গুলিতে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হন। হতাহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
 


মন্তব্য