kalerkantho


তেঁতুলিয়ায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১৩:২৭তেঁতুলিয়ায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় বজ্রপাতে রমজান আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী জোছনা বানু (৩৫)। রবিবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন জানান, সকালে ঝড়বৃষ্টির সময় রমজান আলী ও তার স্ত্রী তাদের ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই রমজান আলীর মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন তার স্ত্রী জোছনা বানু।

আহত জোছনা বানুকে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় অধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 


মন্তব্য