kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


আশুলিয়ায় বাসচাপায় নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

২৮ মার্চ, ২০১৬ ১০:০৩আশুলিয়ায় বাসচাপায় নিহত ১

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় প্রাণ ঘোষ (৪৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, ইউনাইটেড সুপার নামে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার ছিলেন তিনি। সকালে বাসটি ঢাকা আসার পথে ওই স্থানে নিয়ন্ত্রণ হারালে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদীর জানান, ঘাতক বাসচালকের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

 


মন্তব্য