kalerkantho


তৃতীয় দফার ইউপি নির্বাচন

সুনামগঞ্জে চেয়ারাম্যান পদে ১৬৪ জনের মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জ প্রতিনিধি   

২৭ মার্চ, ২০১৬ ২২:৪৩সুনামগঞ্জে চেয়ারাম্যান পদে ১৬৪ জনের মনোনয়নপত্র দাখিল

সুনামগঞ্জের ৩ উপজেলার ২৬টি ইউনিয়নে তৃতীয় দফার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগেই রয়েছেন প্রায় অর্ধ শতাধিক বিদ্রোহী প্রার্থী। বিএনপিতেও একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। আগামী ২৩ এপ্রিল সদর, দক্ষিণ সুনামগঞ্জ এবং দোয়ারাবাজার উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ রবিবার সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ এবং দোয়ারাবাজার উপজেলার ২৬টি ইউনিয়নের প্রার্থীরা সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগ, বিএনপি প্রার্থীদের সঙ্গে জেলা উপজেলার দলীয় নেতারা ছিলেন।

সদর উপজেলার ৯টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোহনপুর ইউনিয়নে চারজন, কাঠইর ইউনিয়নে ১১ জন, লক্ষণশ্রী ইউনিয়নে পাঁচজন, মোল্লাপাড়া ইউনিয়নে আটজন, কোরবান নগর ইউনিয়নে ছয়জন, রঙ্গারচর ইউনিয়নে সাতজন, জাহাঙ্গীর নগর ইউনিয়নে চারজন, সুরমা ইউনিয়নে পাঁচজন, গৌরারং ইউনিয়নে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পূর্ব পাগলা ইউনিয়নে ৯ জন, পশ্চিম পাগলা ইউনিয়নে তিনজন, জয়কলস ইউনিয়নে চারজন, পাথারিয়া ইউনিয়নে পাঁচজন, শিমুলবাগ ইউনিয়নে পাঁচজন, দরগাপাশা ইউনিয়নে চারজন, পূর্ব বীরগাও ইউনিয়নে পাঁচজন এবং পশ্চিম বীরগাও ইউনিয়নে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়নে ৬৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। লক্ষীপুর ইউনিয়নে সাতজন, পারগাও ইউনিয়নে আটজন, বোগলাবাজার ইউনিয়নে পাঁচজন, দোহালিয়া ইউনিয়নে ১১ জন, দোয়ারা ইউনিয়নে চারজন, নরসিংপুর ইউনিয়নে ১০ জন, বাংলাবাজার ইউনিয়নে ছয়জন, সুরমা ইউনিয়নে ছয়জন এবং মান্নারগাও ইউনিয়নে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

এ ছাড়াও তিন উপজেলায় আওয়ামী লীগের প্রায় অর্ধ শতাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

 


মন্তব্য