kalerkantho


ভূঞাপুরে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং

ভূঞাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি   

২৭ মার্চ, ২০১৬ ২২:১৭ভূঞাপুরে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়ালের সভাপতিত্ব অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষে সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

এ সময় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক মির্জা মাসুদ রুবল, আসাদুল ইসলাম বাবুল, আ: রশিদ তালুকদার, মিজানুর রহমান, শাহ আলম প্রামানিক, আতোয়ার রহমান, মাসুদ রানা। এ ছাড়াও এতে বিভিন্ন জাতীয়, স্থানীয় ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৪ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

 


মন্তব্য