kalerkantho

সোমবার। ২৩ জানুয়ারি ২০১৭ । ১০ মাঘ ১৪২৩। ২৪ রবিউস সানি ১৪৩৮।


তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর   

২৭ মার্চ, ২০১৬ ১৪:১৭তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে ও হাতে পোস্টার নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

আজ রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে আধঘণ্টার মানববন্ধন কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, স্বাধীন দেশে সেনানিবাসের মতো একটি নিরাপদ জায়গায় তনুর ওপর বর্বরোচিত আচরণ ও নৃশংস হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারছি না। তারা তনু হত্যাকাণ্ড জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মন্তব্য