kalerkantho


হবিগঞ্জে তিন গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৬ ২২:৫৮হবিগঞ্জে তিন গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

হবিগঞ্জের বানিয়াচংয়ে তিন গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে তাদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসিডে দগ্ধরা হলেন উপজেলার কুমড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সাফিয়া খাতুন (৩৫), জিতু মিয়ার স্ত্রী মনোয়ারা খাতুন (৩২) ও তার বোন নজরুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৩০)।

আহতদের পরিবারের অভিযোগ, কুমড়ি পেরেংগিটিলা গ্রামের আব্দুর রাজ্জাকের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে একই গ্রামের সাদিকুর রহমানের। এ নিয়ে তাদের মাঝে আদালতে মামলা মোকদ্দমাও রয়েছে। এরই জের ধরে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উল্লেখিত তিন গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ করে প্রতিপক্ষ।

সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আবু নাঈম মাহমুদ হাসান জানান, এসিডে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুঁসকা পড়ে গেছে। আপাতত মনে হচ্ছে, এটি কেমিক্যাল জাতীয় পদার্থে হয়েছে। তবে গুরুতর কিছু নয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য