kalerkantho


নারায়ণগঞ্জে ২ লাখ টাকার জাটকা মাছ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৬ ১৮:৫৮নারায়ণগঞ্জে ২ লাখ টাকার জাটকা মাছ উদ্ধার

নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জাটকার বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। আজ শনিবার দুপুরে জেলা কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ এ তথ্য জানান।

তিনি আরও জানান, 'জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালি দিন'- এই স্লোগানে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে তাদের একটি টিম শনিবার ভোরে বুড়িগঙ্গা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় যাত্রীবাহী ‘এমভি পূবালী-৭’ নামে একটি লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০০ কেজি জাটকা উদ্ধার করে। পরে জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য