kalerkantho

বৃহস্পতিবার । ১৯ জানুয়ারি ২০১৭ । ৬ মাঘ ১৪২৩। ২০ রবিউস সানি ১৪৩৮।


তনু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মনোহরগঞ্জে মানববন্ধন

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি    

২৬ মার্চ, ২০১৬ ১৭:৪৩তনু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মনোহরগঞ্জে মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার খিলা বাজারে এ কর্মসূচি পালিত হয়।

এতে দলমত নির্বিশেষে এলাকার শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তনুর হত্যাকারীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মো. সাইফুল ইসলাম শিমুল, আরমান সিদ্দিকি, অন্যয় হোসেন শাওন, তুষার দাস, ওমায়ের মজুমদার, মো. আরিফুর রহমান প্রমুখ। তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 


মন্তব্য