kalerkantho


তনু হত্যার বিচার দাবিতে পার্বতীপুরে মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি    

২৬ মার্চ, ২০১৬ ১৬:৪৭তনু হত্যার বিচার দাবিতে পার্বতীপুরে মানববন্ধন

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের পার্বতীপুরের বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

আজ শনিবার সকালে পার্বতীপুর-রংপুর সড়কের খোলাহাটি নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসিব, সৌমিক, আলমগীর প্রমুখ।  
 

 


মন্তব্য