kalerkantho


শুঁটকিপট্টিতে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৬ ১৪:২২শুঁটকিপট্টিতে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জ শুঁটকিপট্টিতে আগুন লেগে তিনটি পাইকারি দোকান পুড়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল মালেক ঘটনাস্থল থেকে জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও লামারবাজার স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫-১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ডিএডি আবদুল মালেক।

 


মন্তব্য