kalerkantho


মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবলীগকর্মীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি    

২৬ মার্চ, ২০১৬ ১৩:৪৩মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবলীগকর্মীর মৃত্যু

গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে বাড়ি ফেরার পথে মেহেরপুর মুজিবনগর সড়কের চকশ্যামনগরে বাস-নসিমনের মুখোমুখি সংষর্ষে আহত রজব আলী নামে আরো এক যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো সাতে। নিহতরা সবাই যুবলীগের কর্মী। তাদের সবার বাড়ি মুজিবগর উপজেলার বাগোয়ান গ্রামে।  

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগকর্মী রজব আলী। তিনি মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আলতাব আলীর ছেলে। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, "আহত রজব আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই দিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।"  

প্রসঙ্গত, গত ১৭ মার্চ জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষ সন্ধ্যায় নছিমনে করে বাড়ি ফেরার পথে মেহেরপুর মুজিবগর সড়কের চকশ্যামনগরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনসহ ওদিনই ছয় যুবলীগকর্মী নিহত এবং পাঁচজন আহত হন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।

 


মন্তব্য