kalerkantho


তনু হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ২২:৪৬তনু হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় শহরের শহীদ মিনার চত্বরে 'ফেনী সাইক্লিস্ট' নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের সভপতি ইহসানুল হক নাহিদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ক্রিকেট অ্যাসোসিয়েশন ফেনীর সভাপতি ইমন উল হক, সংগঠনের সদস্য আমিনুল ইসলাম শরীফ, মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ফিউচার ফোর্স বাংলাদেশ ফেনী শাখাসহ স্থানীয় বিভিন্ন সংগঠন। বক্তারা অবিলম্বে তনু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।


মন্তব্য