kalerkantho


মহেশখালীতে ট্যাক্সি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার    

২৫ মার্চ, ২০১৬ ২০:১৯মহেশখালীতে ট্যাক্সি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের মহেশখালী দ্বীপে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে দ্বীপের গোরকঘাটা-কালামারছড়া সড়কের চাইল্যাতলী বাজারে একটি যাত্রীবাহী সিএনজিচালিত ট্যাক্সি ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বনিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতরা সবাই ট্যাক্সির যাত্রী। নিহতরা হলেন দ্বীপের হোয়ানক এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলামের ছেলে নুর মোহাম্মদ (৩৫) ও আঁধারঘোনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩২)। আহত তিন যাত্রীকে মহেশখালী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


মন্তব্য