kalerkantho


তনু হত্যার বিচার দাবিতে এনায়েতপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি    

২৫ মার্চ, ২০১৬ ১৯:২১তনু হত্যার বিচার দাবিতে এনায়েতপুরে মানববন্ধন

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী তনু হত্যার বিচারের দাবিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে এনায়েতপুর থানার কেজি মোড়ে এনায়েতপুর ছাত্র ফোরামের আয়োজনে এ কর্মসূচি  পালিত হয়।

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকাবাসী এতে অংশ নেন। মানববন্ধন শেষে এক আলোচনা সভায় আতাউর রহমান আতা, জাহিদ হোসেন জহুরুল, কবির মোলা, সাংবাদিক রফিক মোল্লা, ও মুক্তার হাসান, সকিব তালুকদার প্রমুখ বক্তব্য দেন।


মন্তব্য