kalerkantho


মহেশখালীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৬ ১৮:৪৩মহেশখালীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কক্সবাজারের মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : নূরুল আলম (২৪), মো. কায়েস (২৫) ও রাজিয়া বেগম (৩৫)।
 
এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালী কালারমার ছড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই নির্মলেন্দু চাকমা বলেন, আজ দুপুর ৩টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুলের গ্রামের বাড়ি কালারমার ছড়া ইউনিয়নে। কায়েসের বাড়ি উপজেলার মাতার বাড়ি এলাকায়। অন্যদিকে রাজিয়ার গ্রামের বাড়ি চকরিয়ার চোয়ার ফাঁড়ি এলাকায়।


মন্তব্য