kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে লাকসামে মানববন্ধন

কুমিল্লা দক্ষিণ   

২৪ মার্চ, ২০১৬ ২০:২৩তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে লাকসামে মানববন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে কুমিল্লার লাকসামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায় স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে দল মত নির্বিশেষে সর্বস্তরের ছাত্র-জনতা উপস্থিত হয়ে তনুর হত্যাকারীদের চিহ্নিত করে ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুঃ, সাংস্কৃতিক কর্মী প্রফেসর মোজাম্মেল হোসেন পেয়ার, ওমর শেখ, জি.এম রোবেল, কণ্ঠশিল্পী এস.এ কিরণ, নাট্য অভিনেতা আফজালুর রহমান, ছাত্রনেতা আমান উল্লাহ আমান, সাইফুল ইসলাম, সাংবাদিক সাইফ খান, শাহ নুরুল আলম, সাইফুল ইসলাম রাজু প্রমুখ। এ সময় বক্তারা দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মন্তব্য