kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


পার্বতীপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

২৪ মার্চ, ২০১৬ ১৮:৫৫পার্বতীপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

'ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষামুক্ত দেশ হবে' এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে আজ বৃহস্পতিবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় পৌর ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পৌর ভবন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ হুমায়ুন রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, ব্র্যাক পার্বতীপুর উপজেলা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সুর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক হেমন্ত কুমার দাস ও কর্মসূচি ব্যবস্থাপক অনুপ কুমার দাস প্রমুখ।


মন্তব্য