kalerkantho


ভোলায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

ভোলা প্রতিনিধি    

২৪ মার্চ, ২০১৬ ১৮:০২ভোলায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

'ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে'- এ স্লোগানকে সামনে রেখে ভোলায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় যক্ষ্মামুক্ত দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাকে কাজ করার ‌আহ্বান জানানো হয়। সিভিল সার্জন ডা. ফরিদ আহমেদের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটাবের ভোলা জেলা সভাপতি মুহাম্মদ শওকাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন করেন ডা. মহিবুল্লাহ, ডা. জাকির হোসেন, ডা.  আব্দুল কাদের, ব্র্যাক ভোলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, ব্র্যাক ভোলা জেলা ব্যবস্থাপক মোসলেম আলী, নার্স তানজিলা আক্তার প্রমুখ। ভোলা জেলা স্বাস্থ্য বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

 


মন্তব্য