শরীয়তপুরে অপহরণের পাঁচ দিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী শাওলীন হাওলাদারের। অপহৃত শাওলীন শরীয়তপুর পৌরসভার উত্তর মধ্যপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের সাবেক কমান্ডার আ. জলিল হাওলাদারের মেয়ে। শাওলীন শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। শাওলীনের মা পলি বেগম বলেন, গত ১৯ মার্চ স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে আমার মেয়ে। পালং মডেল থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পাওয়ার পর থেকে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি।
আমার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে পাভেল সরদার উত্ত্যক্ত করত। কিছুদিন আগে আমার বাড়ির সামনে পাভেল কু-প্রস্তাব দেয়। ঘটনাটি আমি পাভেলের পরিবারকে জানাই। এরই জের ধরে পাভেল ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপহরণ করেছে। শাওলীনের বাবা মুক্তিযোদ্ধা আ. জলিল হাওলাদার বলেন, আমার মেয়েকে জোর করে বখাটে পাভেল নিয়ে গেছে। সদর পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মরহুম আবুল সরদার ওরফে আবুর ছেলে পাভেল সরদারের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের