kalerkantho


চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত

চুয়াডাঙ্গা প্রতিনিধি    

২৪ মার্চ, ২০১৬ ১০:৪৮চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত

চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়িসহ গোয়াল ঘরে থাকা দুটি গরু। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কুবাদ আলী জানান, বুধবার সন্ধ্যায় তালতলা গ্রামের বাহার আলীর বাড়ির গোয়াল ঘরে থাকা গরুর জন্য মশার কয়েল ধরিয়ে রাখা হয়। রাত সাড়ে ৯টার দিকে হালকা বাতাস হওয়ায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে যায় গোয়ালে থাকা দুটি গরু। পরে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরেও।

খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া মালামালের পরিমাণ আড়াই লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক বাহার আলী।

 


মন্তব্য