kalerkantho


চট্টগ্রামে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৬ ২৩:১৫চট্টগ্রামে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকা থেকে মো. শাহ আলম (৭৩) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ওই নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়। তার মাথায় হালকা জখম ও রক্তের দাগ ছিল।

এ ব্যাপারে চান্দগাঁও থানার ওসি শাজাহান কবির বলেন, সড়কের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি। পরে সেটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনায় শাহ আলমের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি শাজাহান কবির।

 


মন্তব্য