kalerkantho


সীমান্ত হত্যা বন্ধসহ পাচার রোধে দিনাজপুরে বিজিবির সভা

দিনাজপুর প্রতিনিধি    

২৩ মার্চ, ২০১৬ ১৬:২৬সীমান্ত হত্যা বন্ধসহ পাচার রোধে দিনাজপুরে বিজিবির সভা

সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, নারী শিশু এবং মাদক পাচাররোধসহ অপরাধ বন্ধে দিনাজপুরের বিরল উপজেলায়  জনসচেতনতামূলক সভা করেছেন বিজিবির ৪২ নম্বর ব্যাটালিয়ন  সংশ্লিষ্টরা। আজ বুধবার বিরল পাইলট বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সভায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি এবং সীমান্তবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি।

সভায় বক্তব্য দেন বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো.  খালেকুজ্জামান, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন এবং বাহিনীর ৪২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আখতার ইকবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনম বজলুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এ এস এম রবিউল হাসানসহ অন্যরা।

বক্তারা সীমান্ত হত্যা বন্ধে চোরাচালান বন্ধ, অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম পরিহার এবং কাঁটাতারের বেড়া না কাটতে সীমান্তবাসীসহ সবার প্রতি আহ্বান জানান।

 


মন্তব্য