kalerkantho


গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি    

২৩ মার্চ, ২০১৬ ১৪:০৯গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

গোপালগঞ্জে বাসের চাপায় রতন গাইন (২০) নামে এক ভ্যান যাত্রী   নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী। গতকাল  বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, একটি খুলনাগামী যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ওই ভ্যানে থাকা চার যাত্রী আহত হন। মারাত্মক আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আহত রতনের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মারা যান তিনি।

 

 


মন্তব্য