নোয়াখালী সরকারি কলেজের এক ছাত্রকে গুলি করে হত্যার সময় আহত আরেক ছাত্রলীগ নেতাও মারা গেছেন। বেগমগঞ্জ থানার ওসি ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. ইয়াসিনের মৃত্যু হয়। মৃত ইয়াসিন ছাত্রলীগের জেলা কমিটির সদস্য। সোমবার রাতে ওই হামলার ঘটনায় এ নিয়ে তিনজনের মৃত্যু হলো।
পুলিশের ভাষ্য, সোমবার রাত ৮টার দিকে জেলা শহরের মাইজদী বাজারে নোয়াখালী সরকারি কলেজের পুরনো ক্যাম্পাস এলাকায় সাজু নামের এক যুবকের গুলিতে নোয়াখালী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফজলে রাব্বি রাজিব নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা নোয়াখালী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ওয়াসিম ও ছাত্রলীগের জেলা কমিটির সদস্য মো. ইয়াসিন গুলিবিদ্ধ হন। সোমবার রাতে ঢাকায় নেওয়ার পথে ওয়াসিমের মৃত্যু হয়।
এদিকে নিহত রাজিবের মা শামছুন্নাহার বাদী হয়ে মঙ্গলবার রাতে একটি হত্যা মামলা করেছেন। ওসি ফারুক বলেন, রাজিবের মায়ের মামলায় সাজু, তার বাবা কুদরত উল্লাহ, দুই বোন মুন্নি ও ফরজানাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়। এ ঘটনায় সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্যে আটক সাজুর দুই বোনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের